দীর্ঘ ২৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে গম আমদানি শুরু করা হয়েছে। আজ রোববার সকালে গমের প্রথম চালান ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আখাউড়া সীমান্তপথে বন্দরে প্রবেশ করে। প্রথম দিনে ২১টি ভারতীয় ট্রাকে করে ছয় হাজার ৭৫৭টি বস্তার গম এই বন্দর দিয়ে দেশে আসে।
আখাউড়া স্থলবন্দরের আদনান ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার আক্তার হোসেন বলেন, বন্দর চালু হওয়ার দীর্ঘ ২৭ বছর পর প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি করা হয়েছে। তিনি বলেন, প্রথম চালানে ৬৭টি ট্রাকে করে এক হাজার ৩২০ মেট্রিক টন গম বাংলাদেশে আনা হবে। প্রথম দিনে গমগুলো ভারতীয় ট্রাক থেকে আখাউড়া বন্দরে বাংলাদেশি ট্রাকে লোড করা হয়। পরে গম ভর্তি ট্রাকগুলো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ভৈরব, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়।
আখাউড়া স্থলবন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান জানান, প্রথম চালানের ২১ ট্রাক গম আসছে আখাউড়া স্থলবন্দরে। আগামী বুধবার দ্বিতীয় চালানেও গম আসার কথা রয়েছে। বাংলাদেশের রাজশাহীর বিসমিল্লাহ ফ্লাওয়ার মিলস আমদানিকারক প্রতিষ্ঠান। অপরদিকে ভারতের ব্রিজ কিশোর প্রসাদ হলেন এ গমের চালান রপ্তানি কারক প্রতিষ্ঠান।