হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

যুবলীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে। 

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তাঁর বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তাঁর ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকার দায়িত্বভার নেন সোহেল। 

এজাহারে আরও বলা হয়, মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলকে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘোরাতে থাকেন সোহেল। সর্বশেষ গত মঙ্গলবার কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে তিনি মসজিদের পাওনা অস্বীকার করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন। 

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, ‘মসজিদের টাকা আত্মসাৎ করেছে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সি। টাকা চাইলে তিনি মারধর ও পদবির হুমকি প্রদান করে।’ 

মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। 

অভিযোগের বিষয়ে জানতে সোহেল রানা মুন্সির মোবাইলে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের কপি হাতে পেলে যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’ 

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা