ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবু লাল (৬০) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার বুধন্তী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবু লাল ওই এলাকার আব্দুল জব্বার ভূইয়ার ছেলে।
এ বিষয়ে বিজয়নগর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, আবু লাল রবি মোবাইল কোম্পানির টাওয়ারের নৈশপ্রহরী ছিলেন। সেখানে রাতের কোনো এক সময়ে চোর হানা দিয়ে টাওয়ারের কক্ষের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় আবু লালের হাত-পা বেঁধে তাঁকে হত্যা করে টাওয়ারের ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।