হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

স্কুলের সায়েন্স ল্যাবে আগুন, হুড়াহুড়িতে বের হতে গিয়ে আহত ২৫ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আহত শিক্ষার্থীকে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। এ সময় হুড়াহুড়ি করে ল্যাব থেকে বের হতে গিয়ে ২৫ জন আহত হয়। আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাসপাতালে যান জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা।

স্কুলের প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম বলেন, ‘আগামী সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের স্কুল এই মেলায় অংশ নেবে। মেলায় অংশগ্রহণের আগাম প্রস্তুতি হিসেবে স্কুলের তৃতীয় তলায় বিজ্ঞানাগারে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিচ্ছিল। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই অবস্থায় শিক্ষার্থীরা একটি বোতলে থাকা কেরোসিনকে পানি ভেবে সেই আগুনে প্রয়োগ করে। এতে আগুন কিছুটা বেড়ে ধোঁয়া তৈরি হয়। এ সময় চিৎকার করে দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে।’

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালি জানান, জরুরি বিভাগে ২৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। শিক্ষার্থীদের মধ্যে দুজন সামান্য দগ্ধ হয়েছে। অন্যরা আহত হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে ও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম জানান, এই ঘটনায় তিন সদস্যবিশিষ্ট্য কমিটি গঠন করা হবে। কারও কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার