হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরকারি হাসপাতাল খালি করে বনভোজনে ব্রাহ্মণবাড়িয়ার ৩৫ চিকিৎসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের মৃত্যুর ৪৮ ঘণ্টা না পেরুতেই পরিবার-পরিজন নিয়ে বনভোজনে গেলেন জেলার ৩৫ চিকিৎসক। 

তাদের মধ্যে কমপক্ষে ২৫ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান কর্তব্যরত অবস্থায় মারা যান। 

তার মৃত্যুর ৪৮ ঘণ্টা না পেরুতেই শোকাবহ পরিবেশের মধ্যেই ২৫ সদস্যের চিকিৎসকদের একটি দল তাদের স্বজনদের নিয়ে গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জের ‘দ্যা প্যালেস রিসোর্টে’ বনভোজনের উদ্দেশে রওয়ানা দেন। বিকেলে তাদের সঙ্গে যোগ দেন আরও ১০ জন চিকিৎসক ও তাদের পরিবার। 

সব মিলিয়ে হবিগঞ্জের ‘দ্যা প্যালেস রিসোর্ট’ এ প্রায় ২০০ লোকের বনভোজন করেন চিকিৎসকেরা।

নাম প্রকাশ না করার শর্তে দ্য প্যালেস রিসোর্টের সুপারভাইজার আজকের পত্রিকাকে বলেন, ‘৩ বেলা খাবারসহ রিসোর্টের ১ দিনে প্রতি জনের ভাড়া ২১ হাজার টাকা। বুকিং দিতে হবে আগেই। ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকদের বনভোজনের জন্য বেশ কিছু রুম বরাদ্দ নেওয়া হয়েছিল।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি স্বীকার করে বলেন, কয়েকজন চিকিৎসক বনভোজনে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসা সেবার কোনো সমস্যা হয়নি।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার