হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরকারি হাসপাতাল খালি করে বনভোজনে ব্রাহ্মণবাড়িয়ার ৩৫ চিকিৎসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের মৃত্যুর ৪৮ ঘণ্টা না পেরুতেই পরিবার-পরিজন নিয়ে বনভোজনে গেলেন জেলার ৩৫ চিকিৎসক। 

তাদের মধ্যে কমপক্ষে ২৫ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান কর্তব্যরত অবস্থায় মারা যান। 

তার মৃত্যুর ৪৮ ঘণ্টা না পেরুতেই শোকাবহ পরিবেশের মধ্যেই ২৫ সদস্যের চিকিৎসকদের একটি দল তাদের স্বজনদের নিয়ে গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জের ‘দ্যা প্যালেস রিসোর্টে’ বনভোজনের উদ্দেশে রওয়ানা দেন। বিকেলে তাদের সঙ্গে যোগ দেন আরও ১০ জন চিকিৎসক ও তাদের পরিবার। 

সব মিলিয়ে হবিগঞ্জের ‘দ্যা প্যালেস রিসোর্ট’ এ প্রায় ২০০ লোকের বনভোজন করেন চিকিৎসকেরা।

নাম প্রকাশ না করার শর্তে দ্য প্যালেস রিসোর্টের সুপারভাইজার আজকের পত্রিকাকে বলেন, ‘৩ বেলা খাবারসহ রিসোর্টের ১ দিনে প্রতি জনের ভাড়া ২১ হাজার টাকা। বুকিং দিতে হবে আগেই। ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকদের বনভোজনের জন্য বেশ কিছু রুম বরাদ্দ নেওয়া হয়েছিল।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি স্বীকার করে বলেন, কয়েকজন চিকিৎসক বনভোজনে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসা সেবার কোনো সমস্যা হয়নি।’

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা