ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজের সার্বিক তত্ত্বাবধানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন নিষ্পত্তিকৃত মামলার পৌনে ১ কোটি টাকার মাদকসহ বিভিন্ন আলামত ধ্বংস করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে করুলিয়ার পাড়ে এ মাদক ধ্বংস করা হয়।
আধুনিক চুল্লি ব্যবহার করে ৩০৫ কেজি গাঁজা, ফেনসিডিল, বিয়ার কফ সিরাপ ধ্বংস করা হয়। ধ্বংসকৃত অন্যান্য আলামতের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় বাজি।
ধ্বংসকালে এই সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসাইন, জ্যাকি আল ফারাবী প্রমুখ।
বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।