হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

গরমে ফের বাঁকা সেই রেললাইন, পানি ঢেলে সোজা করার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রচণ্ড গরমে আবারও ব্রাহ্মণবাড়িয়া শহরে রেললাইন বাঁকা হয়ে গেছে। লোহার পাতে পানি ঢেলে সোজা করার চেষ্টা চলছে। তবে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সচল আছে। 

আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় রেললাইনটি বাঁকা হওয়ার খবর আসে বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশনমাস্টার জানান।   

স্টেশনমাস্টার রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি ফের বাঁকা হয়ে গেছে।’

স্টেশনমাস্টার আরও বলেন, আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। আরেক লাইন দিয়েই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলছে; পাশাপাশি বাঁকা লাইন মেরামতের কাজ চলছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে একই জায়গায় তীব্র গরমে রেললাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘণ্টার চেষ্টায় শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করা হয়।

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২