হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

গরমে ফের বাঁকা সেই রেললাইন, পানি ঢেলে সোজা করার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রচণ্ড গরমে আবারও ব্রাহ্মণবাড়িয়া শহরে রেললাইন বাঁকা হয়ে গেছে। লোহার পাতে পানি ঢেলে সোজা করার চেষ্টা চলছে। তবে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সচল আছে। 

আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় রেললাইনটি বাঁকা হওয়ার খবর আসে বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশনমাস্টার জানান।   

স্টেশনমাস্টার রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি ফের বাঁকা হয়ে গেছে।’

স্টেশনমাস্টার আরও বলেন, আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। আরেক লাইন দিয়েই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলছে; পাশাপাশি বাঁকা লাইন মেরামতের কাজ চলছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে একই জায়গায় তীব্র গরমে রেললাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘণ্টার চেষ্টায় শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করা হয়।

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা