ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ইসরাত বারী তৃণাকে বিয়ে করলেন ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। পেশায় চিকিৎসক তৃণা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়ার বাহাদুর হোসেন পলাশের মেয়ে।
তিনি চীন ছাত্রলীগের সাবেক সভাপতি। আজ শুক্রবার জেলার ফুলবাড়িয়া এলাকায় ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল আলম বলেন, ‘ইসরাত বারী তৃণার সঙ্গে রাব্বানী ভাইয়ের পূর্বপরিচয় ছিল। তৃণা চীন থেকে ডাক্তারি পাশ করেছেন। আজ ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে হয়। অনুষ্ঠানে তেমন বেশি অতিথি উপস্থিত ছিল না। বিকেলেই নববধূকে বাড়ি নিয়ে গেছেন গোলাম রাব্বানী ভাই।’
গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদচ্যুত হয়েছিলেন। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ যমুনার পরিচালক (হেড অব করপোরেট অ্যাফেয়ার্স) পদে কর্মরত আছেন।