হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান।

এসআই সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। ট্রেনটি যাত্রাবিরতি শেষে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৩০-৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।

এসআই বলেন, ‘নিহত ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।’

আশুগঞ্জে রেললাইনে কাটা পড়া অজ্ঞাত যুবকের মরদেহ
আজ শনিবার সকালে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনে এবং কয়টার দিকে এ ঘটনা ঘটে, তা কেউ জানাতে পারেননি। 

এসআই বলেন, ‘যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।’

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা