হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় লিচুগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিচুগাছ থেকে পড়ে মো. জাকির হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত শিরু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বেলা ১টার দিকে জাকির নিজের একটি লিচুগাছে উঠে লিচু পাড়ছিলেন। হঠাৎ লিচুগাছের একটি ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান তাঁকে মৃত ঘোষণা করেন।

উত্তর ইউনিয়নের মৃত অহিদ ভূঁইয়া মেম্বারের ছেলে বি এম ফরহাদ বলেন, ‘জাকির হোসেন অত্যন্ত শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা খুবই শোকাহত।’

নিহতের বড় ভাই মনির মোল্লা বলেন, ‘আমাদের পাশের বাড়িতে দাওয়াত ছিল। জাকির গাছে উঠেছে দেখে আমি তাঁকে তাড়াতাড়ি নিচে নেমে আসতে বলি। এরপর আমি গোসলে যাই। কিছুক্ষণ পর কান্নাকাটির শব্দ শুনে বের হয়ে দেখি, সে গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছে।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩