হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

চাইলেন সাধারণ সম্পাদক পদ, হলেন সভাপতি!

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সভাপতির পদ পেয়েছেন। কমিটির প্রচারপত্রে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকারকে সভাপতি এবং ছাত্রলীগের সাবেক নেতা মো. রুস্তম খাঁকে সাধারণ সম্পাদক ঘোষণা করা করা হয়েছে। যদিও শফিকুল ইসলাম ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আইনমন্ত্রী আনিসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটি প্রকাশ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে নেতা-কর্মীদের অনেকেই নবগঠিত কমিটি সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। তাঁরা বলছেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েও সভাপতি পদ পেলেন। একেই বলে ভাগ্য! 

এদিকে আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. আলাউদ্দিন বাবু কসবা পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। পোস্টে অনুমোদনপত্রও প্রকাশ করেছেন তিনি।

গত ১ এপ্রিল কসবা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন কসবা টি. আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আইনমন্ত্রী আনিসুল হক এমপি। ওই সভায় পৌর আওয়ামী লীগের কমিটি গঠনে আইনমন্ত্রীর ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়। দীর্ঘ ১ মাস ৬ দিন পর আজ দুপুরে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। 

সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ১০ জন এবং সভাপতি পদে ৪ জন প্রার্থী ছিলেন। তবে নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মো. শফিকুল ইসলাম। যদিও কসবা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহকারীদের তালিকায় ৪ নম্বরে দেখা যাচ্ছে মো. শফিকুল ইসলামের নাম।

এ বিষয়ে জানতে চাইলে পৌর আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ভজন শংকর আচার্য বলেন, ‘পৌর আওয়ামী লীগের কমিটি নির্ধারণের জন্য উপজেলার নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আইনমন্ত্রী আনিসুল হক এমপির ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল। তিনি দলের অভিভাবক হিসেবে এবং তাঁর অভিজ্ঞতা থেকে পর্যালোচনা করে এই কমিটি ঘোষণা করেছেন। আমি আইনমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা