হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে লকডাউনেও থেমে নেই এনজিওর কিস্তি আদায়

প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): চলমান লকডাউনেও থেমে নেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন এনজিও সংস্থা বা আর্থিক ঋণ দাতা প্রতিষ্ঠানগুলোর কিস্তি আদায়ের চাপ। লকডাউনে কর্মহীন মানুষকে কিস্তির টাকা পরিশোধ করতে নানা ভাবে চাপ প্রয়োগ করার অভিযোগ ভুক্তভোগীদের।

লকডাউনের আগে সরকার প্রজ্ঞাপন জারি করে সব ধরনের সরকারী-বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু এনজিও সংস্থাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো সরকারী নিষেধাজ্ঞা না মেনে মাঠ পর্যায়ে তাদের কিস্তি আদায়ের কাজ অব্যাহত রেখেছে। ফলে ঋণগ্রস্ত সাধারণ মানুষ ঋণের টাকা পরিশোধ করতে পারছে না। চলমান লকডাউনে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যে সমস্ত এনজিও কিংবা আর্থিক প্রতিষ্ঠান ঋণের টাকা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে সচেতন মহল।

সুজন মিয়া  নামের একজন ক্ষুদে ব্যবসায়ী জানান- 'একটি এনজিও থেকে  ঋণ নিছিলাম। দোকান পাট বন্ধ হওয়ায় পরিবার নিয়া চলতে খু্ব অসুবিধা হইতাছে। লকডাউনের জন্য দু-তিন সপ্তাহ ধরে ব্যবসাপাতি বন্ধ। ঠিকমত সংসার চালাইতে পারিনা। কিস্তি দিমু কেমনে? এর মধ্যে এনজিওর স্যাররা কিস্তি শোধ করার জন্য চাপ দিতাছে।'

এদিকে আগামী (২৫এপ্রিল) রবিবার থেকে লকডাউন কিছুটা শিথিল করায় গ্রাহকদের মাঝে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০