ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে আব্দুস সালাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আব্দুস সালাম আগে থেকেই হার্টের রোগী ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে সম্পত্তি নিয়ে ঝগড়ার সময় আব্দুস সালামের দুই ছেলে সুমন (৩০) এবং সোহান (২৬) তাঁকে ধাক্কা দেন। এ সময় তিনি মাটিতে পড়ে গিয়ে মারা যান।
নবীনগর থানার উপপরিদর্শক মো. বাসির আলম জানান, নিহত বৃদ্ধের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই ছেলেকে পুলিশ হেফাজতে নিয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিহতের দুই ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের লাশ জেলা বর্গে পাঠানো হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।