হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

প্রতিবন্ধী পরিবারকে টিউবওয়েল উপহার দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক প্রতিবন্ধী পরিবারকে বিশুদ্ধ পানি পানের জন্য টিউবওয়েল উপহার দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। আজ বুধবার সকালে প্রতিবন্ধী রফিকের বাড়িতে কারিগরসহ টিউবওয়েলের যাবতীয় সরঞ্জাম দেওয়া ও টিউবওয়েল বসানোর ব্যবস্থা করা হয়।

সম্প্রতি ‘পুকুরের পানি পান করে প্রতিবন্ধী রফিকের পরিবার’ এই শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেন ‘গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের’ চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আলী। ফেসবুক পোস্টের ১০ মিনিট পরই নাম প্রকাশ না করার শর্তে টিউবওয়েল কেনা, বসানো ও যাতায়াতের খরচ হিসাব করে টাকা পাঠান এম মনসুর আলীর বিকাশ নম্বরে। এরপর সেগুলো তিনি আজ ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে দেন।

প্রতিবন্ধী রফিকের বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে। রফিকের স্ত্রী, এক ছেলে, মা, দুই বোন নিয়ে পরিবারে মোট ছয়জন সদস্য। তাঁরা সবাই প্রতিবন্ধী। টিউবওয়েল উপহার পেয়ে আনন্দিত রফিকসহ তাঁর পরিবার।

গরিবের বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আলী জানান, রফিক ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে পানির কষ্টে ছিল। আশপাশে বাড়ি থেকে পানি এনে পান করতেন। কেউ নিষেধ করলে রাগ করে পুকুর থেকে পানি এনে পান করতেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক টিউবওয়েলের আর্থিক সহায়তাকারী ওই ব্যক্তি বলেন, ‘পুকুরের পানি পান করে প্রতিবন্ধী রফিকের পরিবার, ফেসবুক পোস্টের শিরোনামটি চোখে পড়তেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। মানুষ এত কষ্ট করে! সিদ্ধান্ত নিলাম টিউবওয়েলটি আমিই দেব।’ 

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা