ব্রাহ্মণবাড়িয়ায় মাঈনুল হাসান আবু বকর (৪) নামের এক শিশুর বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকার একটি টিউবওয়েলের সামনে থেকে এই মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আবু বকর শহরের কান্দিপাড়া এলাকার হাসান মোল্লার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু বকরকে গতকাল সন্ধ্যা ৭টা থেকে পাওয়া যাচ্ছিল না। এর পর থেকে পরিবার ও স্বজনেরা পুরো কান্দিপাড়া ও তিতাস নদীর পাড় এলাকা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে কান্দিপাড়া এলাকার একটি টিউবওয়েলের সামনে থেকে বস্তাবন্দী ও গলাকাটা অবস্থায় তাকে খোঁজে পান তাঁরা। পরে তাঁরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্ত করে দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচন করা হবে এবং প্রকৃত আসামিকে গ্রেপ্তার করা হবে।’