হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জ বন্দরে রডবাহী ভারতীয় জাহাজ, সড়কপথে যাবে আগরতলায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারত থেকে ৯৫৮ টন রড নিয়ে একটি জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌ-বন্দরে এসেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জাহাজটি বন্দরে নোঙর করে। আজ রোববার আন্তর্জাতিক নৌ-বন্দর থেকে বিকেলে রডগুলো খালাস করার কথা রয়েছে। 

আশুগঞ্জ নৌবন্দরের উপপরিচালক রেজাউল করিম জানান, ৯৫৮ টন রড নিয়ে এমভি বোলকার নামের এক জাহাজ গত ৭ জানুয়ারি কলকাতার হলদিয়া বন্দর থেকে লোড করা হয়। রডগুলো আশুগঞ্জ নদীবন্দর থেকে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় পাঠানো হবে।

রেজাউল করিম বলেন, এগুলোর সিঅ্যান্ডএফ করবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স এস এম করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের জন্য রডগুলো নেওয়া হচ্ছে। 

রেজাউল করিম আরও বলেন, জাহাজের মালামাল লোড-আনলোড বাবদ প্রতি টনের জন্য ৩৪ টাকা ৫০ পয়সা ও কার্যবেক্ষণ চার্জ হিসেবে প্রতি টন পণ্যের জন্য ১০ টাকা এবং জাহাজের বার্থিং চার্জ হিসেবে প্রতিদিন ৩১৫ টাকা পাবে বন্দর কর্তৃপক্ষ। 

আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন জানান, রোববার বিকেলে খালাস করতে পারলে আগামীকাল সোমবার সকাল থেকে রডগুলো আগরতলায় পাঠানোর কাজ শুরু হবে। 

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা