হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

হাসপাতালের গেটে তালা, হাতের ওপর মারা গেল নারীর একমাত্র সম্বল

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল। সকাল থেকেই মূল ফটক তালাবদ্ধ। ভেতরে কেউ নেই। আজ সকাল ৮টা। বন্ধ ফটকের সামনে চিৎকার করে কাঁদছেন এক নারী। সামনে পড়ে রয়েছে একটি কালো বর্ণের ছাগলের নিথর দেহ। 

কথা বলে জানা যায়, মধ্যবয়সী ওই নারীর নাম নার্গিস আক্তার। অসুস্থ গাভীন ছাগলকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতাল তালাবন্ধ। এখানে হাতের ওপর ছটফট করতে করতে ছাগলটি মারা গেছে। এটিই ছিল তাঁর একমাত্র সম্বল। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল ৮টার দিকে উপজেলা পশু হাসপাতালে আসেন নার্গিস আক্তার। হাসপাতালে ফটক বন্ধ দেখে অস্থির হয়ে একে ওকে জিজ্ঞেস করেন। কিছুক্ষণের মধ্যেই ছাগলটি মারা যায়। মরা ছাগলের সামনে মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেন তিনি। তাঁর কান্না দেখে জড়ো হয় আশপাশের লোকজন। 

স্থানীয় সাংবাদিক শাহাগীর মৃধা বলেন, সরাইল পশু হাসপাতালের সরকারি বেতনভোগী কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসার এমন অবহেলার কারণে প্রায়ই গবাদিপশু মারা যায়। 

নার্গিস আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি সরাইল বিশ্বরোড এলাকায় লালশালুক নামক একটি হোটেলে বুয়ার কাজ করেন। কাজের পাশাপাশি একটি ছাগল পালন করতে। সেটি সম্প্রতি গর্ভবতী হয়। এটিই ছিল তাঁর একমাত্র সম্বল। সন্তানের মতো লালনপালন করতেন। 

হাসপাতাল বন্ধের ব্যাপারে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেনের ফোন নম্বরে বিকেল ৪টায় বেশ কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন