হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

‘তুমি ছাড়া আমাকে বোঝার মতো আর কেউ ছিল না’ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় চিরকুট লিখে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোরে মেড্ডার তিতাস পাড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ওই যুবকের নাম মোফাসসিল (২৬)। তিনি জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। পেশায় তিনি ছিলেন একজন সিএনজিচালক। 

মোফাসসিলের মা চান বানু বলেন, `বছর দুয়েক আগে মেড্ডার হেলিম মিয়ার মেয়ে মিলির (১৮) সঙ্গে বিয়ে হয় মোফাসসিলের। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়। শেষ পর্যন্ত বিয়ের প্রায় দুই বছর পর তাঁদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু সাবেক স্ত্রী মিলির প্রতি ভালোবাসা কমেনি মোফাসসিলের। সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।' 

মোফাসসিলের লিখে যাওয়া চিরকুটের কিছু লেখা ছিল এ রকম, `জানো মিলি, তুমি ছাড়া আমাকে বোঝার মতো আর কেউ ছিল না। তুমি আমার ভালোবাসা বুঝেও বুঝলে না। কোনো  একদিন আমার ভালোবাসা বুঝবে, সেদিন খুঁজলেও পাবে না। পৃথিবীতে কেউ কাউকে ঠকিয়ে কোনো দিন জিততে পারেনি, তুমিও পারবে না। কারও মনে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারেনি, তুমিও পারবে না। কোনো দিন ভাবিনি ছেড়ে চলে যাবে আমায়’ চিঠির আরেক পৃষ্ঠায় মোফাসসিল লেখেন, ‘স্বার্থপর পৃথিবীতে টাকাই সব। সব হারিয়েছি টাকার জন্য, হারিয়েছি তোমাকেও।' ও যেতে চায়নি, ওকে বাধ্য করেছে ওর মা-বাবা ও বড় বোন।

পরিবারের সদস্যরা জানান, ফজর নামাজের পর অটোরিকশা নিয়ে বের হন মোফাসসিল। এর ঘণ্টাখানেক পর মেড্ডার শ্মশানঘাটের একটি কড়ইগাছের সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পাশেই অটোরিকশাটি ছিল। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা