হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সোহরাব হত্যার বিচার দাবি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন (২৭) হত্যার বিচার দাবি করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার বিকেলে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে জামে মসজিদের পাশে এক মানববন্ধন করে এই দাবি জানানো হয়। এতে ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন। তাঁরা এ সময় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ জজ মিয়া, ইউপি সদস্য শাহ আলম আল আমিন মিয়া, সুজন মিয়া, মোক্তার হোসেন, জাবেদ মিয়া, মঈন উদ্দিন, শফিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে। হত্যাকারীরা এখনো বাইরে থেকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাঁরা গ্রামের আশপাশে আত্মগোপনে রয়েছেন।

৫ জুলাই চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। নিহত সোহরাব চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে।

এ ঘটনায় সোহরাবের ভাই মো. মোজাহিদ মিয়া বাদী হয়ে ৮ জুলাই ৫০ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নাসিরনগর থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আসামিদের ধরার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন