হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গণ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের গণ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

মঙ্গলবার থেকে ইউনিয়নের টিকাকেন্দ্রগুলোতে ঘুরে টিকা গ্রহীতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ শেষে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে এখনো টিকার আওতায় আসেনি এমন ব্যক্তিরাও সরকারের কাছে টিকার ব্যবস্থার জন্য আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ ওয়ার্ড ও ৯৮টি ইউনিয়নে তিন দিন এ কার্যক্রম চলবে। এ জন্য ১১০টি টিকা কেন্দ্রে মোট ৩০৬টি বুথ স্থাপন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারী জানান, যারা গত মাসে প্রথম টিকা নিয়েছেন তাদেরই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ২শ মানুষকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গণ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। এ সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান গণ টিকা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

এই প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। বাকি ৯৮টি ইউনিয়নেও টিকা দেওয়া হবে। এবার আমাদের টার্গেট ৬১ হাজার ২০০ জনকে টিকা প্রদান করা। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত টিকা কেন্দ্রগুলোতে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট