ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা নালায় পড়ে গেলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বুধন্তীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে এটি ছিটকে সড়কের পাশের নালায় পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ওসি আকুল চন্দ্র বিশ্বাস আরও বলেন, ট্রাক ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে। নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।