হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে গাড়ি চাপায় দুই চাতাল শ্রমিক নিহত, আহত ৩ 

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাড়ি চাপায় দুই চাতাল শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তবে কোন গাড়ির নিচে তাঁর চাপা পড়েছেন এ বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি। 

নিহত একজন দিনাজপুর সদর উপজেলার মাঝিপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. হায়দার আলী (৩১)। তবে আরেক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

চাতাল শ্রমিক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে হায়দার আলীসহ ৫ শ্রমিক আশুগঞ্জ খান অটো রাইছ মিলে কাজ করার জন্য বাসে করে গতকাল মঙ্গলবার রাতে আশুগঞ্জ আসে। ভোরে মহাসড়কের পাশ দিয়ে তাঁরা হেঁটে রাইছ মিলে যাওয়ার পথে সোনারামপুর এলাকায় দ্রুতগামী এক গাড়ি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হায়দার ও অপর এক শ্রমিক মারা যান। এ সময় আহত হন আরও তিনজন শ্রমিক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে উজ্জল মিয়া নামে এক শ্রমিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ২ জনকে মৃত ৩ জনকে আহত অবস্থায় পাই। পরে কয়েকজন মিলে তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।

খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রাফিউল করিম বলেন, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা