হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক আশিককে হত্যার ঘটনায় যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম (২৭)) হত্যার ঘটনায় রায়হান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে আশিকুল ইসলাম খুন হন। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে এবং ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’-এর নিজস্ব প্রতিবেদক ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিক বাতিঘর সংগঠনের সদস্য। এই সংগঠন বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করেন। আজ বিকেলে আশিকসহ আরও কয়েকজন ফারুকী পার্ক থেকে ‘বাতিঘরের’ মাসিক সভা শেষে রিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন। 

পথে অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান (২৫) নামের এক যুবক কয়েক জন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের ওপর হামলা করেন। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে আশিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

এ নিয়ে বাতিঘরের সভাপতি আজহার উদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। অজ্ঞাতনামা লাশ কবর ও রক্ত দেওয়ায় তিনি সব সময় সামনের সাড়িতে থাকতেন। 

আজহার উদ্দিন আরও বলেন, ‘আজ বিকেলে সংগঠনের মাসিক সভা শেষে আমরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাযোগে ফিরছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনের রিকশায় ছিল। সামান্য পথ যাওয়ার পরই রায়হান নামের একটি ছেলেসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’  

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের