হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আসামি না পেয়ে স্ত্রীর মাথায় পিস্তল তাক, ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সাদা পোশাকে ডিবি পুলিশের অভিযানে আসামি না পেয়ে স্ত্রীর মাথায় পিস্তল তাকের ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ৮ জনকে আসামি করে অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী বন্যা বেগম। তবে আদালত এ বিষয়ে এখনো কোনো আদেশ দেয়নি।

গতকাল সোমবারও আদালতে অভিযোগটি দায়ের করা হয়েছিল। কিন্তু কাগজপত্রে ত্রুটি থাকায় অভিযোগটি আদালত নথিভুক্ত করেনি। পরে বাদীর আইনজীবী কাগজপত্রে তুলে নিয়ে আসেন।

ভুক্তভোগীর আইনজীবী শওকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগে পুলিশ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ আটজনকে আসামি করা হয়েছে।’

এর আগে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে আসামি না পেয়ে বাড়ির নারী ও শিশুদের মারধর করার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যের বিরুদ্ধে। একপর্যায়ে ডিবির কর্মকর্তা মো. রেজাউল করিম আসামির স্ত্রীর মাথায় পিস্তল তাক করেন এবং ফাঁকা গুলি ছোড়েন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

এ দিকে ভুক্তভোগীর বন্যা বেগম জানান, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা