হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরের জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি বাচ্চা অগ্নিদগ্ধ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫-২০টি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দুটি বাচ্চা অগ্নিদগ্ধ হয়। 

জানা যায়, আজ বেলা ১২টা দিকে বাঞ্ছারামপুর উপজেলার জামাল মার্কেটের মো. জসীম উদ্দীনের দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বাঞ্ছারামপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই একটি তেলের, খাবারের হোটেলসহ ১৫-২০টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 

স্থানীয়রা বলেন, বাজারে বহু দোকান থাকার কারণে এখানে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বাঞ্ছারামপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় দুটি বাচ্চাকে আমরা দোকানের ভেতর থেকে উদ্ধার করেছি। 

স্টেশন কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে দোকানগুলো বন্ধ থাকার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখানো জানা যায়নি। 

বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত বর্মণ আজকের পত্রিকাকে বলেন, বাচ্চার দুটোর উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ আজকের পত্রিকা বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০