হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএনপি ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে: আখাউড়ায় আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি আইন মানে না, সংসদ মানে না। তারা ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দেবেন না। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’ 

আজ শনিবার দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘খুনি জিয়াউর রহমান যাঁদের পুনর্বাসন করতে চেয়েছিলেন সেই পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশকে একটা ভিক্ষুক রাষ্ট্রে পরিণত করতে। এ পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করতে।’

মন্ত্রী আরও বলেন, ‘তারা যেহেতু জানে তাদের বাংলাদেশের জনগণ কোনো দিন ভোট দিয়ে ক্ষমতায় আনবে না, সে জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিদেশে চিঠি লিখে তাদের মুরব্বিদের কাছে যে, এই সরকার (আওয়ামী লীগ সরকার) আপনাদের স্বার্থ রক্ষা করবে না। সে জন্য এই সরকারকে উৎখাত করতে হবে।’

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মা. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মা. আবুল কাসেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও আখাউড়া পৌরসভার মেয়র মা. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক মা. মনির হাসেন বাবুল, সেলিম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার