হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বউভাতে উপহার ৫ লিটার সয়াবিন তেল! 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিয়ের অনুষ্ঠানে বা বউভাতে গিয়ে মানুষ কত কিছু উপহার দেয়! শোপিস, শাড়ি, অলংকার, নগদ টাকা কিংবা বই। তাই বলে সয়াবিন তেল! কিন্তু তাই বলে সয়াবিন তেলের বোতল!

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. মোস্তফা আলম সোহাগের বউভাতে এমন ঘটনাই ঘটেছে। পাঁচ লিটার সয়াবিন তেল উপহার দিয়েছেন এক অতিথি।

এই অভিনব উপহার দিয়েছেন একটি জাতীয় পত্রিকার স্থানীয় প্রতিনিধি মুরাদ মৃধা। কেমন এমন উপহার? এ প্রশ্নে মুরাদ বলেন, ‘দেশে যে হারে ভোজ্যতেলের দাম বাড়ছে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে সয়াবিন তেল দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ ছাড়া তেলের দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদ এটি।’

সময়োপযোগী এমন উপহার আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন বরপক্ষ। এ বিষয়ে বরের বড় ভাই সাংবাদিক সোহরাব শান্ত বলেন, ‘আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠানে উপহার নেওয়া হয় না। তবে মুরাদ ভাইয়ের তেল উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ।’

গত শুক্রবার মো. মোস্তফা আলম সোহাগের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের দিনেও ঘটে এক মজার ঘটনা। ঘোড়ায় চড়ে কনের বাড়িতে উপস্থিত হন বর। ঘোড়ায় চড়া বর দেখতে শত শত উৎসুক নারী-পুরুষ ও শিশু ভিড় জমান। 

দাম্পত্য জীবন যেন সুখের হয় সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নবদম্পতি।

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা