হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ২ শিশুসহ মায়ের বিষপান, হাসপাতালে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২ শিশুসহ গৃহবধূর মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসন্তানসহ বিষপান করা এক গৃহবধূর হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বিষপান করা অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। ওই নারী সদর উপজেলার ঘাটুরা সরকারবাড়ি এলাকার বাসিন্দা।

মৃত গৃহবধূ হলেন, সদর উপজেলার ঘাটুরা সরকারবাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) এবং তাঁর মেয়ে রওজা (৫) ও নওরিন (৩)।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল বলেন, হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে বিষ খাওয়া অবস্থায় এক নারীকে আনা হয়। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। কিছুক্ষণ পর তাঁর দুই শিশুকে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দুই শিশুকে মৃত পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর ওই গৃহবধূও মারা যান।

হাসপাতালের স্টাফরা জানান, দুই শিশুসহ স্ত্রীকে নিয়ে তাঁর স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তাঁর সঙ্গে থাকা স্বজনেরা জানিয়েছেন, দুই সন্তানকে বিষপান করিয়ে গৃহবধূ নিজেও বিষপান করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তারা জানাতে পারেননি। তিনজনের মৃত্যুর পর গৃহবধূর স্বামীসহ অন্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে রয়েছি। বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।’

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা