হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় একই ট্রাক্টরের চাপায় হেলপার নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে খাইরুল ইসলাম খান (২২) নামে ওই ট্রাক্টরের হেলপারের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার মেহারী ইউনিয়নের ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে। খাইরুল ঈশাননগর গ্রামের মাহিনুর খানের ছেলে।

ঈশাননগর গ্রামের রিপন মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ট্রাক্টরে করে বালু পরিবহনে কাজ করছিলেন খাইরুল। বালু পরিবহনকালে ঈশাননগর মোড়ে দোকান থেকে চালকের জন্য পান কিনতে ট্রাক্টরটি গতি কমানোর সময় খাইরুল লাফ দিয়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় চলন্ত ট্রাক্টরটি তাঁর ওপর উঠে যায়। এ সময় চাকার নিচে পড়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান খাইরুল। 

নিহতের বাবা মাহিনুর খান জানান, খাইরুল ঢাকায় একটি ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করতেন। দুই সপ্তাহ আগে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসে। এক সপ্তাহ ধরে বালুবাহী ট্রাক্টরের হেলপারের কাজ নেন। তাঁর শখ ছিল ট্রাক্টরে কাজ করে সংসারের হাল ধরার পাশাপাশি টাকা জমিয়ে একটি মোটরসাইকেল কেনার। রোববার সকালে ট্রাক্টর চাপায় মৃত্যু হয় তাঁর।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা