হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় একই ট্রাক্টরের চাপায় হেলপার নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে খাইরুল ইসলাম খান (২২) নামে ওই ট্রাক্টরের হেলপারের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার মেহারী ইউনিয়নের ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে। খাইরুল ঈশাননগর গ্রামের মাহিনুর খানের ছেলে।

ঈশাননগর গ্রামের রিপন মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ট্রাক্টরে করে বালু পরিবহনে কাজ করছিলেন খাইরুল। বালু পরিবহনকালে ঈশাননগর মোড়ে দোকান থেকে চালকের জন্য পান কিনতে ট্রাক্টরটি গতি কমানোর সময় খাইরুল লাফ দিয়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় চলন্ত ট্রাক্টরটি তাঁর ওপর উঠে যায়। এ সময় চাকার নিচে পড়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান খাইরুল। 

নিহতের বাবা মাহিনুর খান জানান, খাইরুল ঢাকায় একটি ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করতেন। দুই সপ্তাহ আগে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসে। এক সপ্তাহ ধরে বালুবাহী ট্রাক্টরের হেলপারের কাজ নেন। তাঁর শখ ছিল ট্রাক্টরে কাজ করে সংসারের হাল ধরার পাশাপাশি টাকা জমিয়ে একটি মোটরসাইকেল কেনার। রোববার সকালে ট্রাক্টর চাপায় মৃত্যু হয় তাঁর।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২