হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বই দোকানি গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. তাহের মিয়া (৪৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ফান্দাউক ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তাহের ফান্দাউক বাজারে আঁখি লাইব্রেরির মালিক। তিনি উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। গতকাল রোববার রাত ৯টার দিকে তাকে ফান্দাউক বাজারে আঁখি লাইব্রেরি থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত তাহের দীর্ঘদিন ধরে ফান্দাউক বাজারে লাইব্রেরির ব্যবসা পরিচালনা করে আসছেন। ভুক্তভোগী শিশুটিকে প্রায় সময়ই তাহের তাঁর লাইব্রেরির পেছনে নিয়ে যৌন হয়রানি করতেন। ঘটনার দিন বিকেলে ওই শিশুটি কলম কেনার জন্য তাঁর দোকানে যায়। সে সময় তাহের মিয়া শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দোকানের পেছনে নিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে। পরে শিশুটি কান্না করে বাড়িতে চলে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। 

বিষয়টি জানাজানির পর তার বাবা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের প্রেক্ষিতে ওই দিন রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে তাহেরকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘শিশুটিকে যৌন নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা হয়েছে। একমাত্র অভিযুক্ত তাহের মিয়াকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে। 

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা