হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

অসহায় বৃদ্ধার বাড়িতে ৩ মাসের খাবার পৌঁছে দিল সামাজিক সংগঠন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অসহায় বৃদ্ধাকে তিন মাসের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ‘সৈয়দাবাদ মানব সেবা ব্লাড ডোনার ব্যাংক’ নামের একটি সামাজিক সংগঠন। বিধবা অসহায় ওই বৃদ্ধার নাম আফিয়া খাতুন (৭০)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া উপজেলার সৈয়দাবাদ গ্রামে। 

শনিবার বিকেলে এসব খাদ্যসামগ্রী বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, ১০ কেজি আলু, ৫ কেজি ডাল, ৫ কেজি তেলসহ ২৮ ধরনের সামগ্রী। 

দরিদ্র বৃদ্ধা আফিয়া খাতুনের একটি মেয়ে আছে। কিন্তু নিজের সংসারে অভাব থাকার কারণে মাকে সাহায্য করতে পারেন না তিনি। আর বয়স ও অসুস্থতার ভারে কোনো কাজ করতে পারেন না আফিয়া খাতুন। প্রতিবেশীদের সহযোগিতায় কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচে আছেন তিনি। সংগঠনের সদস্যরা বিষয়টি জানতে পেরে নিজেদের তহবিলের টাকা দিয়ে তিন মাসের খাবার কিনে দেন। 
 
সংগঠনের সাধারণ সম্পাদক আজিম সরকার বলেন, ‘আমাদের সংগঠনের সদস্যরা সব সময় সামাজিক সেবামূলক কাজ করতে আনন্দবোধ করে। সেই চেতনা থেকে আমরা ৩ মাসের খাদ্য সামগ্রী ওই অসহায় বৃদ্ধার বাড়িতে পৌঁছে দিয়েছি। সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি আমাদের সংগঠনের সদস্যরা বিভিন্ন সময়ে রোগীদের প্রয়োজনে রক্ত দিয়ে সহায়তা করে থাকে। আমাদের এই সেবামূলক কাজ চালিয়ে যেতে সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।’

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ