সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মাঈনুদ্দিন মিয়া (৩৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে নিহত যুবকের ভাতিজা মো. মাহবুব রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার) এ দুর্ঘটনা ঘটে। নিহত মাঈনুদ্দিন মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের মৃত আব্দুল হাকিম ভূইয়ার ছেলে।
নিহতের ভাতিজা মাহবুব রহমান জানান, পরিবারের সুখের আশায় দেড় বছর আগে সৌদি আরবে যান তাঁর চাচা মাঈনুদ্দিন। সৌদি আরবের কোন জায়গায় এ দুর্ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কেউ জানাতে পারেননি। তবে মৃত্যুর বিষয়টি তাঁর চাচার এক সহকর্মী দেশের বাড়িতে জানান।