ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার শত কোটি টাকার আটকে পড়া একটি প্রকল্প বাস্তবায়নের জন্য জমি দিচ্ছেন কসবা-আখাউড়া সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
পৌরসভা সূত্রে জানা যায়, আখাউড়া পৌরসভায় ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৯ সালে ১২০ কোটি টাকার একটি প্রকল্প দেয় বিশ্ব ব্যাংক। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নে দ্রুত সময়ে পৌর কর্তৃপক্ষ চাহিদা মাফিক জমি কিনতে না পারায় প্রকল্পটি ভেস্তে যেতে বসে। এ অবস্থায় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করেন। পরে আইনমন্ত্রীর হস্তক্ষেপ ও সুপারিশে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বিশ্ব ব্যাংক। আইনমন্ত্রী আনিসুল হক নিজে আগ্রহী হয়ে পৌরসভাকে দান করার জন্য শহরের তারাগনে অর্ধ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩৩ শতক জমি কিনেছেন।
মেয়র আরও বলেন, পৌরসভা জমি কিনতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন। এতে প্রকল্পটি চলে যেতে পারে। এ অবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক জমি কিনে পৌরসভাকে দান করার ঘোষণা দিয়েছেন। এতে পৌরবাসী অনেক উপকৃত হল। এ অবদানের জন্য পৌরবাসীর হৃদয়ে চীর স্মরণীয় হয়ে থাকবেন তিনি।