হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ট্রেনে কাটা পড়ে নারীর হাত বিচ্ছিন্ন, স্বামীর দাবি–আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর নাম শেফালী বেগম (৩৫)। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় একটি মালবাহী ট্রেনে কাটা পড়েন তিনি।

শেফালী বেগম সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।

শেফালী বেগমের স্বামী সালাউদ্দিন বলেন, ‘আমাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। সুখে-শান্তিতে আমাদের সংসার চলছিল। কিন্তু সম্প্রতি শেফালী মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ছিলেন। শুধু আত্মহত্যার কথা বলতেন। এর কী কারণ ছিল; তা বলেননি।’

আজ সকালে স্থানীয় বাজারে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয় তিনি। এরপর তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে জানতে পারেন তিনি ট্রেনে কাটা পড়েছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাতেম আলী ভূইয়া বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে ওই নারী কাটা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকা পাঠানো হয়। তাঁর মাথায় আঘাত লেগেছে এবং ডান হাত ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন