হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে পুলিশসহ আহত ৪৫, পুলিশের ৯ রাউন্ড ফাঁকা গুলি 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের ৪৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা বুলেট ছুড়েছে। উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এ সংঘর্ষ। সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীঘর গ্রামের সর্দার বাড়ির আনু মিয়া ও মাঝি বাড়ির রফিক মিয়ার মধ্যে ইউপি নির্বাচন নিয়ে তর্কবিতর্ক হয়। আশুরাইল গ্রামের একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা নিয়ে শুরু হয় তর্ক। এ সময় গত কয়েক দিন আগে শ্রীঘর গ্রামের একজনের হত্যাকাণ্ডের বিষয় তুলে ধরে আনু মিয়া বলেন, ‘আজকে যদি আমাদের শ্রীঘর গ্রামের একজন চেয়ারম্যান থাকত তাহলে আশুরাইল গ্রামের লোকজন শ্রীঘর গ্রামের লোকদের হত্যা করতে পারত না।’ 

এ কথার প্রতিবাদ করেন রফিক মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এরপর বিষয়টি দুই গোষ্ঠীর লোকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি গোষ্ঠীগত দ্বন্দ্বে রূপ নিলে উভয় পক্ষে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উদ্দেশ্য করে দুই পক্ষের লোকজন ইটপাটকেল ছুড়লে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ ছাড়াও উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হন। পরে সংঘর্ষ থামাতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা বুলেট ছুড়ে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

উভয় পক্ষের আহতরা হলেন, জাহাঙ্গীর মিয়া, শেলু বেগম, মো. পান্ডব মিয়া, ছাব্বির মিয়া, জহুরা বেগম, ইব্রাহীম মিয়া, শিপন মিয়া, ফরিদ মিয়া, জসিম মিয়া, আব্দুর রহমান, নুরুন্নাহার বেগম, মুখলেছ মিয়া, সেন্টু মিয়া, বজলু মিয়া, আউয়াল মিয়া, নাছিমা বেগম, মহফুজ মিয়া, পাবেল মিয়া, হারুন মিয়া, কাশেম মিয়া, রহিমা বেগম, আরিছ মিয়া, শাহ আলম, আলামিন মিয়া, মুর্শেদা বেগম, মন্নান মিয়া, ইমান আলী, বজলু মিয়া ও খায়রুল ইসলাম।

এদিকে পুলিশের আহতদের নাম জানতে চাইলে তদন্তের কারণে কর্তৃপক্ষ নাম জানাতে চায়নি।

এ বিষয়ে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে আমাদের ৯ রাউন্ড ফাঁকা বুলেট ছুড়তে হয়েছে। তদন্তের কারণে আহত পুলিশ সদস্যদের নাম বলা যাচ্ছে না।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার