হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সপরিবারে দুর্ঘটনার কবলে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেট কারের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হলেও তিনিসহ তাঁর পরিবারের সদস্যরা অক্ষত আছেন। 

আজ শুক্রবার দুপুরে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রাইভেট কারটিতে ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর, তাঁর স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর ছিলেন। এ ঘটনায় বাসের চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। 

চালক সাইফুল হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে। 

হাইওয়ে পুলিশ জানান, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর নিজে প্রাইভেট কার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। দুপুরে মহাসড়কের রামপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোকাল দুরন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেলেও ডেপুটি হাইকমিশনার ও তাঁর পরিবারের সদস্যরা অক্ষত আছেন। 

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল বিশ্বাস বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। কিছু সময় তাঁরা থানায় অবস্থান করে শ্রীমঙ্গল চলে গেছেন। বাসটিকেও জব্দ করা হয়েছে। 

ওসি আরও বলেন, পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাইকমিশনার ও তাঁর পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ