হোম > সারা দেশ > ভোলা

পদ্মা সেতু দেখতে গিয়ে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিতে গিয়ে ট্রলার উল্টে নিখোঁজ ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মাওয়া ঘাটের জাজিরা পয়েন্ট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শরীয়তপুরের কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 
আল আফছার তামিম চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এ কে এম মজির উদ্দিনের ছেলে। তিনি চরফ্যাশন সরকারি কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, গত শনিবার দুপুরে আল আফছার তামিম এবং চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শরিফ ইসলাম, চরফ্যাশনের যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুনসহ ছয়জন ট্রলারে করে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। শরীয়তপুরের জাজিরা থেকে মাওয়া যাওয়ার পথে তাঁদের ট্রলার উল্টে যায়। এ সময় পাঁচজনকে অন্য একটি ট্রলার ও স্পিডবোটের লোকজন উদ্ধার করেন। কিন্তু তামিম নিখোঁজ হন।

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর