পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিতে গিয়ে ট্রলার উল্টে নিখোঁজ ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মাওয়া ঘাটের জাজিরা পয়েন্ট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শরীয়তপুরের কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আল আফছার তামিম চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এ কে এম মজির উদ্দিনের ছেলে। তিনি চরফ্যাশন সরকারি কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জানা গেছে, গত শনিবার দুপুরে আল আফছার তামিম এবং চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শরিফ ইসলাম, চরফ্যাশনের যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুনসহ ছয়জন ট্রলারে করে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। শরীয়তপুরের জাজিরা থেকে মাওয়া যাওয়ার পথে তাঁদের ট্রলার উল্টে যায়। এ সময় পাঁচজনকে অন্য একটি ট্রলার ও স্পিডবোটের লোকজন উদ্ধার করেন। কিন্তু তামিম নিখোঁজ হন।