হোম > সারা দেশ > ভোলা

বোরহানউদ্দিনে মনোনয়ন প্রত্যাহার করে নৌকার প্রার্থীকে সমর্থন দিল বিদ্রোহী

বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিলেন এক ‘বিদ্রোহী’ প্রার্থী। বর্তমান চেয়ারম্যান নাগর হাওলাদারের পক্ষে কাজ করার ঘোষণা দেওয়া ৮ নম্বর পক্ষিয়া ইউনিয়নের এই প্রার্থীর নাম আবুল কালাম মিয়া। তিনি বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ ৬ ডিসেম্বর। এদিন দুপুরে তিনি মোবাইলে আজকের পত্রিকাকে মনোনয়ন প্রত্যাহার এবং নৌকার প্রার্থীর সমর্থনে কাজ করার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। 

আবুল কালাম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা প্রতীকে নির্বাচন করার আশা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দেননি তাই ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু অনেক ভেবে দেখলাম দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করা উচিত নয়। এ ছাড়া আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নৌকার সমর্থন দিতে প্রার্থিতা প্রত্যাহার করেছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মেনে আবুল কালাম তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ জন্য তাঁকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি মিলেমিশে কাজ করে যাবেন।’ 

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর