ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালা ও ভাগনি। আজ শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহত একজন টাঙ্গাইলের নগরপুর থানার ভাবড়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের মো. মতিনের মেয়ে ফাতেমা (৪)। অন্যজন ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ফজলুর মেয়ে শোহানা (৫)। সম্পর্কে তারা খালা ও ভাগনি। ফাতেমা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
নিহত পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে খালা-ভাগনি খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।