হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১৬ জেলেকে জীবিত উদ্ধার

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার বিকেলে মনপুরার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্যঘাটের আবু সাইদ গাজীর।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, ট্রলার মালিক আবু সাইদ গাজি (৪৫), মাঝি আরজু (৫০), জেলে  আরিফ (২৮), সাগর (২৫), সিরাজ (৪০), আবুল বারী (৫০), আখতার বকশি (৩০), শরিফ (২৫), সোহেল (৫০), গফুর (৩০), জাকির (২৫), আলতাফ (২৫), আলাউদ্দিন (৩০), আল আমিন (৩০), সুফিয়ান (২০) ও নাসির (২৫)। এরা সবাই চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় জেলেরা জানান, মনপুরা উপজেলার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদীতে আবু সাইদ গাজীর ট্রলার ডুবে গেলে চার ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত ট্রলারসহ সকল জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

জানা গেছে, ট্রলারটি চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকার করার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ভোলা দক্ষিণ চরমানিকা ও মনপুরার কোস্টগার্ডের দুটি দল স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারসহ ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে। 

চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে চরফ্যাশন ও মনপুরার কোস্টগার্ডের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে। পরে চরফ্যাশনের স্থানীয় জেলেরা সন্ধ্যায় ভাটার সময় ওই ট্রলারটি উদ্ধার করে নিয়ে এসেছে।

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন