হোম > সারা দেশ > ভোলা

মনপুরায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ভোলা প্রতিনিধি

মনপুরায় বেড়িবাঁধের কাজের অনিয়মে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ভোলার মনপুরায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও পাউবোর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৪ মে) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নূর উদ্দিন মার্কেট এলাকার মেঘনা নদীর পাড়ে শত শত মানুষ এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় সোহাগ বদ্দার জানান, মনপুরায় চলমান নতুন বাঁধ নির্মাণকাজে পাউবো দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে। নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার, জোরপূর্বক সাধারণ মানুষের জমিতে বাঁধ নির্মাণ ও কোনো প্রকার ক্ষতিপূরণ না দেওয়াসহ নানা ধরনের স্বেচ্ছাচারিতা করে আসছে।

এর প্রতিবাদে মনপুরাবাসী একাধিকবার মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। কিন্তু এতে কোনো ফল পাওয়া যায়নি। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল লিখিতভাবে নিম্নমানের কাজের প্রতিবাদ করেছে। পাউবোর কাজের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে একপর্যায়ে গত ১৯ মার্চ সাবেক ছাত্রদল নেতা রাশেদ ঠিকাদারের শ্রমিকের হামলায় নিহত হন।

কিন্তু রাশেদ হত্যা মামলায়ও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং রাশেদের পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাশেদ হত্যার বিচার এবং বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধের দাবি জানান।

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

তোফায়েল আহমেদের স্ত্রীর দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষ

ভোলায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভোলা-ঢাকা পদযাত্রা: পদ্মা সেতুতে বাধা পেয়ে সাঁতরে নদী পাড়ির চেষ্টা, অসুস্থ ৩ শিক্ষার্থী

যানজটমুক্ত নতুন বাজার, বদলে যাচ্ছে ভোলা পৌরসভার দৃশ্যপট