হোম > সারা দেশ > ভোলা

ভোলার চরে ধান রোপণ নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ জন, আটক ৮

প্রতিনিধি

ভোলা: ভোলায় ধান রোপণ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নুরুল ইসলাম ওরফে কান্টু ব্যাপারী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর গাজীপুর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রামের মো. মফিজুলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন। পরে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী মো. নাছির ফরমান জানান, বৃহস্পতিবার সকালের দিকে কামাল তালুকদার গ্রুপের কান্টু ব্যাপারীসহ বেশ কয়েকজন চর গাজীপুরে জমিতে ধান রোপণ করতে যান। এ সময় লাল মিয়া গ্রুপের লোকজন তাঁদের বাধা দেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কান্টু ব্যাপারী নিহত হন এবং আরও ১০-১২ জন আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় লাল মিয়া গ্রুপের ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে, ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, চরে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। এ ঘটনায় ৭ জন আটক রয়েছে।

তিনি আরও বলেন এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। আমরা সরেজমিনে ঘটনা জানার জন্য এখন ওই চরে যাচ্ছি। সেখান থেকে এসে মামলা করা হবে।

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর