ভোলা: ভোলায় ধান রোপণ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নুরুল ইসলাম ওরফে কান্টু ব্যাপারী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর গাজীপুর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রামের মো. মফিজুলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন। পরে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী মো. নাছির ফরমান জানান, বৃহস্পতিবার সকালের দিকে কামাল তালুকদার গ্রুপের কান্টু ব্যাপারীসহ বেশ কয়েকজন চর গাজীপুরে জমিতে ধান রোপণ করতে যান। এ সময় লাল মিয়া গ্রুপের লোকজন তাঁদের বাধা দেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কান্টু ব্যাপারী নিহত হন এবং আরও ১০-১২ জন আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় লাল মিয়া গ্রুপের ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে, ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, চরে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। এ ঘটনায় ৭ জন আটক রয়েছে।
তিনি আরও বলেন এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। আমরা সরেজমিনে ঘটনা জানার জন্য এখন ওই চরে যাচ্ছি। সেখান থেকে এসে মামলা করা হবে।