হোম > সারা দেশ > ভোলা

দৌলতখানে লাগামহীন সবজির দাম, বিপাকে ক্রেতারা 

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখান বাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। শীতকালীন আগাম সবজির দাম এখনো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। 

সরেজমিন উপজেলার বিভিন্ন সবজিবাজারে গিয়ে দেখা গেছে, বাজারে শীতের আগাম নানা ধরনের সবজি চলে এসেছে। তবে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে অনেক বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি শিম পাইকারি বাজারে ৪০-৪৫ টাকা, খুচরা ৫৫-৬০ টাকা; ঢ্যাঁড়স পাইকারি ৩০-৩৫ টাকা, খুচরা ৪৫-৫০ টাকা; বাঁধাকপি পাইকারি ২৩-২৫ টাকা, খুচরা ৪০ টাকা; ফুলকপি পাইকারি ৩০ টাকা, খুচরা ৪০-৪৫ টাকা; মুলা পাইকারি ১৮ টাকা, খুচরা ২৫-৩০ টাকা; বেগুন পাইকারি ৩০ টাকা, খুচরা ৪০ টাকা; কাঁচা মরিচ পাইকারি ৫০-৫৫ টাকা, খুচরা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের একটি লাউ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে। এ ছাড়া লাউশাক, লালশাক, পালংশাক, মুলাশাক আঁটিপ্রতি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

ক্রেতারা বলছেন, এমনিতেই বর্তমানে সব ধরনের নিত্যপণ্যের দাম চড়া। বিশেষ করে চাল ও তেলের বাড়তি দামে নাভিশ্বাস উঠেছে মানুষের। এর সঙ্গে সবজির দামও নাগালের বাইরে। তবে কাঁচা মরিচ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। এতে দিশেহারা অবস্থা সাধারণ খেটে খাওয়া মানুষের। 

খুচরা বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে সবজির দাম বেশি। ফলে সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। 

দৌলতখান বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী মো. আবদুল্লাহ বলেন, স্থানীয় চাষিদের চাষের সবজি এখনো বাজারে আসেনি। যশোরসহ বিভিন্ন জেলা থেকে সবজি ভোলার বিভিন্ন বাজারে আসছে, তাই দাম বেশি। 

কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে দৌলতখান বাজারে আসা ক্রেতা ফয়জুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাজারে পর্যাপ্ত শীতের সবজি আছে, কিন্তু দাম কমাচ্ছেন না বিক্রেতারা। অন্যদিকে, চড়া দামে মুরগি বিক্রি হচ্ছে। এখন ডিমের দামও বাড়িয়েছে। এভাবে সবকিছুর দাম ইচ্ছামতো বাড়িয়ে আমাদের মতো মধ্যবিত্তদের দুর্ভোগে ফেলছেন তাঁরা। আমরা এর প্রতিকার চাই। 

অপর এক ক্রেতা আবুল কালাম সাইয়্যেদুর রহমান বলেন, বাজারে সবজির অস্বাভাবিক দাম। সবজি কিনতেই অনেক টাকা খরচ হয়। অন্যান্য নিত্যপণ্যের দামও অনেক বেশি। যাঁদের আয় নির্দিষ্ট, তাঁদের বাজার করতে অনেক হিমশিম খেতে হচ্ছে। 

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর