হোম > সারা দেশ > ভোলা

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১১ জেলে আটক

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১১ জেলেকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার হাকিমউদ্দিন মেঘনা নদী এলাকায় বোরহানউদ্দিন থানা-পুলিশ, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ টিম অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মো. কামাল (২৫), আব্দুর রহমান (১৩), হাসিব (১৫), রাকিব (১৫), তুহিন (১৪), জাকির (১২), হাসনাইন (২২), শাহাবুদ্দিন (২৪), আওলাদ (৩০), মিজানুর রহমান (১২) ও মো. মন্নান (২৪)। তারা বোরহানউদ্দিন, দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় গতকাল রোববার রাতে ১১ জেলেকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হলে পাঁছজনকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। তা ছাড়া ছয়জনের মধ্যে পাঁচজন নাবালক এবং একজন প্রতিবন্ধী থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। মাছ ধরার পাঁচটি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর