হোম > সারা দেশ > ভোলা

চুরির অভিযোগে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে হাত বেঁধে নির্যাতন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে টাকা চুরির অভিযোগে এক স্কুলছাত্রকে (১০) ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী উপজেলার স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

ভুক্তভোগী শিক্ষার্থী আজমী জানায়, সকালে একই বিদ্যালয়ের সহপাঠী তাকে খেলার কথা বলে তাদের বাসায় নিয়ে যায়। খেলার একপর্যায়ে সহপাঠীর বাবা বাহার তাঁর ৮০০ টাকার মধ্যে ৫০০ টাকা না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে সন্দেহ করে। একপর্যায়ে ঘরের খুঁটির সঙ্গে তার দুই হাত বেঁধে মারধর করে। এ সময় বারবার সে টাকা নেয়নি বলে জানায়। কিন্তু কোনো কথা না শুনে তাকে নির্যাতন করতে থাকেন। নির্যাতন সইতে না পারে চিৎকার শুরু করলে বাহারের স্ত্রী ওই ছাত্রের মাকে ডেকে নিয়ে আসে। 

ভুক্তভোগী স্কুলছাত্রের মা বলেন, ‘বাহারের স্ত্রী আমাকে ডাকে। এরপর এসে দেখি আমার ছেলের হাত বাঁধা অবস্থায় দেখি। হাতের বাঁধন খুলে তাকে নিয়ে আসি। ছেলের অবস্থা খারাপ দেখে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করি।’ 

এ বিষয়ে অভিযুক্ত বাহার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছেলে একটা চোর। এর আগেও চুরি করেছে। আজকে ৫০০ টাকা চুরি করার কারণে আমার মাথা গরম হয়ে গেছে। তাই ওকে লাঠি দিয়ে ২ /৩টি বাড়ি দিয়েছি এবং কয়েকটি চর থাপ্পড় মেরেছি।’ ওই স্কুলছাত্রের কাছ থেকে টাকা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা পাওয়া যায়নি।’ 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘নির্যাতিত শিক্ষার্থীর মা এ বিষয় নিয়ে থানায় এসেছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ 

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন