ভোলা: ভোলায় ভুয়া ওয়ারিশ সনদপত্র নিয়ে জমির নামজারি করতে এসে ধরা খেলেন মো. আবু তাহের (২৫) নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ খান এ জরিমানা আদায় করেন। অর্থ দণ্ডপ্রাপ্ত আবু তাহের ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ খান বলেন, 'ওই যুবক আবু তাহের একটি ওয়ারিশ সদনপত্র দিয়ে জমি নামজারি করতে আসেন। এতে সন্দেহ হলে প্রথমে আমরা সন্দেহমূলকভাবে তাঁকে আটক করি। ভুয়া প্রমাণিত হলে রাতে তাঁর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।'
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, 'আমরা ওই যুবকের বিষয়ে আরও খোঁজ খবর নিচ্ছি। যদি তার বিরুদ্ধে আর কোনো প্রতারণার অভিযোগ পাওয়া যায়, তাহলে আবারও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'