হোম > সারা দেশ > ভোলা

ভোলায় পুকুরে ডুবে সহোদর দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত তিন শিশুর মধ্যে দুই শিশুর বাড়ি বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডে। তাদের নাম মিম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯)। তাদের বাবা মো. হোসেন প্রবাসে থাকেন।

অপর শিশুর নাম রাফিয়া আক্তার (১০)। রাফিয়া ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে। মিম, মারজিয়া এবং রাফিয়া সম্পর্কে খালা-বোনজি। চার দিন আগে মিম এবং মারজিয়া বোরহানউদ্দিন থেকে সোনাপুর তাদের নানা বাড়িতে বেড়াতে এসেছে।

মৃত ৩ শিশুর পরিবার জানান, সোমবার দুপুরের দিকে মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তার বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজ করতে শুরু করেন। খুঁজে না পেয়ে পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন, মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তারের জামাকাপড় ঘাটলায় পড়ে আছে। এরপর পরিবারের সন্দেহ হলে তারা পুকুরে জাল ছুড়লে তিন শিশুর মরদেহ ভেসে ওঠে।

নিহত শিশুদের নিকটাত্মীয় শাকিব জানান, শিশুরা আর বেঁচে নেই এমনটা নিশ্চিত হওয়ার পর তাদেরকে কোনো চিকিৎসকের এর কাছে নেওয়া হয়নি।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে রাতে জানান, ‘তজুমদ্দিনে আপন দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু বেদনাদায়ক। আমি বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই সঙ্গেই তজুমদ্দিন থানা-পুলিশের একটি টিমকে পাঠিয়েছি। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তজমুদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি।

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর