হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে জাহাজডুবি

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে দুই কার্গো জাহাজের সংঘর্ষে তলা ফেটে ১১ লাখ লিটার ডিজেল নিয়ে ডুবে গেছে এসভি সাগর নন্দনি-২ নামে একটি জাহাজ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোস্টগার্ড ওই জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে। জাহাজটির তলা ফেটে যাওয়ার ফলে ডিজেল মেঘনা নদীতে ছড়িয়ে পড়েছে।

আজ রোববার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের কাঠির মাথা এলাকার মেঘনায় এ ঘটনা ঘটে। ইলিশা নৌ-থানার ইনচার্জ মো. আকতার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

জাহাজের স্টাফরা দাবি করেন, জাহাজে প্রায় নয় কোটি টাকার তেল ছিল। জাহাজটি যখন ডুবছিল তখন আশপাশের কিছু জেলে এসে তেল সংগ্রহ করে নিয়ে যায়। 

ভোলা কোস্টগার্ড জানায়, দুর্ঘটনা কবলিত জাহাজটি চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। রোববার সকালে কাঠির মাথা নামক এলাকার মেঘনা নদীতে নোঙর করা আরেকটি জাহাজের সঙ্গে ওই জাহাজটির সংঘর্ষ হয়। নদীতে ঘন কুয়াশা থাকার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

মো. আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোস্টগার্ড ডিজেল অপসারণের চেষ্টা করছে। দুর্ঘটনা কবলিত স্থানটিতে নৌ-পুলিশের কাজ চলমান রয়েছে। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশের একটি দল তেল অপসারণের চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া জাহাজের তেল আনলোড করার জন্য জাহাজের মালিক কর্তৃপক্ষ অন্য একটি জাহাজ আনার চেষ্টা করছে। তবে অনেক তেল মেঘনার পানিতে ভেসে গেছে। 

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন