হোম > সারা দেশ > ভোলা

প্রাণ ফিরেছে বোরহানউদ্দিনের ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের

প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা) 

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়েছে সারা দেশের স্কুল-কলেজ। আজ রোববার সকাল ৮টা থেকে হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বোরহানউদ্দিন উপজেলার ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ১টি পলিটেকনিক ইনস্টিটিউট,৪টি কলেজ, ৩৯টি মাদ্রাসা, ২৬টি মাধ্যমিক বিদ্যালয়,৮টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৫৬ প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখা যায়, আজ সকাল থেকেই বোরহানউদ্দিনের প্রতিটি রাস্তায় ছিল শিক্ষার্থীদের আনাগোনা। স্কুলের পোশাক পড়ে উপস্থিত হয়েছে শিক্ষার্থীরা। স্কুল-কলেজের সামনে আবারও বসেছে অভিভাবকদের সেই পুরোনো মিলনমেলা। ফুটপাতে পত্রিকা বিছিয়ে চলছে তাঁদের খোশগল্প। তবে সকল শিক্ষার্থী ও অভিভাবকেরা মাস্ক পরে আছেন। 

বোরহানউদ্দিন কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সামাজিক দূরত্ব মেনে ষষ্ঠ এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। প্রতি বেঞ্চে দুজন করে শিক্ষার্থীকে বসানো হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. ফখরুল আলম বলেন, বিদ্যালয়ের সব কর্নার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এককথায় সরকারি নিয়ম অনুযায়ী যা যা করণীয় সেগুলো সব মানা হচ্ছে। 

শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১৭১ জনের মধ্যে উপস্থিতি রয়েছে ৯৭ জন এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১৭৮ জনের মধ্যে উপস্থিত রয়েছে ১০৮ জন। আপাতত দশম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে ৬ দিন এবং অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে ১ দিন করে হবে। 

বোরহানউদ্দিন জ্ঞানাদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল হোসেন বলেন, প্রথম দিন হিসেবে আজ শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৬৮ জনের মধ্যে ৩৬ জন ও ২০২১ সালের ৪১ জনের মধ্যে ২৮ জন উপস্থিত ছিল। অপরদিকে,৬ষ্ঠ শ্রেণির ৭৫ জনের মধ্যে উপস্থিত রয়েছে ৫৩ জন। 

বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গজনবী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা অচিরেই আমাদের প্রচেষ্টার মাধ্যমে আবার পূর্বের অবস্থায় ফিরে নেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে বোরহানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, স্কুল খোলায় আমাদের অনেক ভালো লাগছে। বিদ্যালয়ে এসে স্যার ও বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। এতে আমাদের পুরোনো স্মৃতিচারণ হবে।

অপরদিকে, একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় এবং প্রধান শিক্ষকের নাম ভুলে গিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষকেরা বলেন, মূলত দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরে থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয় এবং প্রধান শিক্ষকের নাম ভুলে গিয়েছে। 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, সকল স্কুল-কলেজ দেড় বছর পর খোলা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর