হোম > সারা দেশ > ভোলা

খেতেই মরে পড়ে আছেন কৃষক

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানে নিজের কৃষি জমিতে কাজ করতে গিয়ে মো. নুরুল ইসলাম হাওলাদার (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। কিন্তু নুরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নুরুদ্দিন। আজ শনিবার উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে। 

মৃত পোকন হাওলাদার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত শাহাদাত আলী হাওলাদারের ছেলে। 

মৃতের ছেলে মো. নুরুদ্দিন বলেন, ‘আমার বাবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমাদের সন্দেহ। প্রতিদিনের মতো আজকে সকালেও আমার বাবা কৃষি কাজ করতে খেতে যান। তিনি অসুস্থও ছিলেন না।’ তবে একটি পক্ষের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের কথা বললেও নাম উল্লেখ করেননি নুরুদ্দিন। 

ভোলার দৌলতখান থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তা জানা যাবে।’ 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন